
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং বিভিন্ন থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহ, সেভ ড্রাইভ সেভ লাইফ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয় পথ দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, চার চাকার ক্ষেত্রে সীট ব্যাল্ট ব্যবহার করুন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না ইত্যাদি বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। তথাপি একশ্রেণীর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে অভ্যস্ত। সেইরূপ এক মদ্যপ চালককে ট্রাক সহ আটক করে সদাইপুর থানার পুলিশ। জানা যায় সোমবার সন্ধ্যায় সদাইপুর থানায় এস আই তাপস চ্যাটার্জি স্থানীয় থানার মুড়ামাঠ গ্রামের কাছে ১৪ নং জাতীয় সড়কে নাকা চেকিং ডিউটিতে থাকাকালীন লক্ষ্য করেন একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ছুটে আসছে। সিগনাল দিয়ে তাকে থামানোর চেষ্টা করলেও সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিপদ আসন্ন বুঝতে পেরে এস আই তাপস চ্যাটার্জি সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মী সহ গাড়ি করে তাড়া করে গাড়িটিকে আটক করেন। এরপর দেখেন ড্রাইভার মদ্যম অবস্থায় গাড়ি চালাচ্ছেন। উক্ত ড্রাইভারকে মেডিকেল করালে তার শরীরে অত্যাধিক অ্যালকোহলের প্রমান পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। ট্রাকটিকে সীজ করেন এবং করন হাজরা নামে উক্ত ড্রাইভারকে MV ACT –এর ২০২/১৮৫ ধারায় আটক করে। মঙ্গলবার ধৃত ড্রাইভারকে সিউড়ি আদালতে তোলা হয় বলে সূত্রের খবর।