
শম্ভুনাথ সেনঃ
ঘটনার ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে আজ ১২ ফেব্রুয়ারি দুপুরে বীরভূমের বোলপুর বাঁধগোড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় নমুনা সংগ্রহে আসেন ফরেনসিক প্রতিনিধি দল। জায়গাটিকে ঘিরে রাখেন বোলপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসডিপিও রিকি আগরওয়াল, বোলপুর আইসি লিটন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় আচমকায় শ্রীনিকেতন রোডের সাঁঝবাতি নামে এই আবাসনে আগুন লাগে। তার জেরে মৃত্যু হয় এক দম্পতির। আগুনে পুড়ে গুরুতর আহত হয় বেশ কয়েকজন।


এদিন পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল এক ঘন্টারও বেশি সময় ধরে নমুনা সংগ্রহ করেন তারা। পুড়ে যাওয়া বিভিন্ন অংশ, ইলেকট্রিকের পোড়া তার সংগ্রহ করে নিয়ে যান ফরেনসিক দলের প্রতিনিধিরা। নমুনা সংগ্রহের সময় আবাসনে ঢুকতে দেয়নি বাড়ির মালিকদের। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে বেরিয়ে যাওয়ার পর কার্যত আবাসিকেরা ভিতরে প্রবেশ করেন। তবে আজও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। উদ্বেগ নিয়েই ভেতরে প্রবেশ করেন তারা।
