মহাপ্রভুর অন্যতম বিশ্রামতলা বীরভূমের শ্রীপাট পানুড়িয়ায় ৭ দিনের বার্ষিকী মহোৎসব শুরু হয়েছে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের ভুরকুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত “পানুড়িয়া” গ্রাম মহাপ্রভুর পদধূলিতে ধন্য। কাটোয়ায় গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার পর মহাপ্রভু এসেছিলেন রাঢ়বঙ্গে। পথক্লান্ত চৈতন্যদেব ক্ষনকাল বীরভূমের বেশ কিছু স্থানে বিশ্রাম নিয়েছিলেন। যা আজ “বিশ্রামতলা” নামে চিহ্নিত। বীরভূমের সিউড়ি-দুবরাজপুর জাতীয় সড়কের গায়ে শ্রীপাট পানুড়িয়া অন্যতম মহাপ্রভুর বিশ্রামতলা। যা আজ বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত হয়েছে। বছরভর বহু ভক্তের সমাগম হয়।

প্রতিবারের মতো এবারও পানুড়িয়ায় ৯ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের ” বার্ষিকী শ্রীনাম মহোৎসব” শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত পুন্যার্থীরা এই উৎসবে মাতোয়ারা। বসেছে গ্রামীণ মেলা। ৯ ফেব্রুয়ারি এই উৎসবের উদ্বোধন করেন খয়রাশোলের পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, উদ্যোক্তাদের অন্যতম অসীম মণ্ডল, কামাখ্যা অধিকারী প্রমুখ। প্রতিদিনই সকাল থেকে পূজা আরতি ভাগবত ও গীতা পাঠ, নাম সংকীর্তন, সেই সঙ্গে পালা কীর্তন দুপুরে উপস্থিত ভক্তদের জন্য মহাপ্রসাদ এবং সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *