
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট থানার তারাপীঠ তোরণ সংলগ্ন মুনসুবা মোড়ের কাছে ৮টি লাল রঙের গরু সহ বিভিন্ন আকারের গরু বোঝাই একটি মোটরচালিত ইঞ্জিন ভ্যান ১৩ ফেব্রুয়ারি আটক করে রামপুরহাট থানার পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত ২ জন চালককে আটক করে। তাদের মধ্যে একজন সাহেব শাহ (২৬) বাড়ি সিউড়ি থানার ধলটিকুরি। অন্যজন আসরাফুল সেখ (২৪) বাড়ী মহম্মদবাজার থানার দিঘলগ্রামে। গরু ভ্যান সহ ধৃত চালকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকালই তাদের রামপুরহাট আদালতে তোলা হয়।
