
শম্ভুনাথ সেনঃ
১৪ ফেব্রুয়ারি। পাঁচটা দিনের থেকে আলাদা একটি দিন। মূলত এই দিনটি ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত। কিন্তু ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্মু-কাশ্মীরের পুলওমায় ঘটেছিল নিশংস কাণ্ড। শহীদ হয়েছিলেন ভারত মাতার সন্তান বীর সৈনিকরা। জঙ্গী হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের ৪০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেই সঙ্গে আক্রমণকারী মারা গিয়েছিলেন। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। শেষপর্যন্ত পাকিস্তানী জঙ্গি সংগঠন এই হামলার দায়ভার স্বীকারও করে।

তাই এই দিনটিকে ভারত সরকার কালা দিবস (ব্ল্যাক ডে) হিসেবে চিহ্নিত করে। এই দিনটির স্মরণে “প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি” আজ ১৪ ফেব্রুয়ারি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মোমবাতি হাতে মৌন মিছিলের আয়োজন করে। এই মৌন মিছিলে পা মেলান ছাত্র-যুবদের সঙ্গে ৮ থেকে ৮০ সকলেই। সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার পুলিশ আধিকারিকরা। ভারতের জাতীয় পতাকা ও জ্বলন্ত মোমবাতি হাতে বীরভূমের দুবরাজপুরের মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দান থেকে এই মৌন মিছিল শুরু হয়ে শেষ হয় সারদা ফুটবল ময়দানে।
