
শম্ভুনাথ সেনঃ
“ডাক চৌপল” অর্থাৎ ডাক বিভাগের বৈঠক আজ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো বীরভূমের জেলা সদর সিউড়ি রামকৃষ্ণ সভাঘরে। উপস্থিত ছিলেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখার প্রশাসনিক প্রধান চিপ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। গৌরবময় অতিধি রূপে উপস্থিত ছিলেন বীরভূমের গর্ব পদ্মশ্রী প্রাপক শিল্পী রতন কাহার। এছাড়া উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার পরীচ্ছা, ক্যাপ্টেন ড.হেমন্ত সাহা সহ জেলার ডাক বিভাগের আধিকারিক ও কর্মীরা। উল্লেখ্য, ডাক চৌপল হলো পোস্ট অফিসের একটি উদ্যোগ, যার মাধ্যমে সরকারি ডাক পরিষেবাগুলি গ্রামীণ এলাকায় নিয়ে আসা হয়েছে। এবং নাগরিকদের দুয়ারে পৌঁছে দেওয়া হবে। এদিন বক্তব্যে পোস্টমাস্টার জেনারেল ডাক চৌপলের উদ্দেশ্য তুলে ধরেন। এই প্রকল্পের মাধ্যমে ডাক বিভাগ নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনুঘটকের কাজ করবে বলে তিনি জানান।
নাগরিককেন্দ্রিক উদ্যোগে যুবকদের সম্পৃক্ত করা হবে বলে তিনি মত ব্যক্ত করেন। এদিন ১,২০০ আমানত কারীর নতুন সেভিংস ব্যাংক একাউন্ট, সেইসঙ্গে সুকন্যা ও মহিলা সমৃদ্ধি যোজনায় নতুন একাউন্ট ওপেনিং হয়। এ তথ্য জানিয়েছেন ডাক বিভাগের পাবলিক রিলেশন ইন্সপেক্টর অনন্ত পাল। এছাড়া ডাক-কর্মচারীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন তাদের পুরস্কৃত করা হয়। খুব সম্প্রতি বিনামূল্যে প্রতিটি মানুষের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ডাক বিভাগের কর্তৃক প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
