ফোর্বস ইণ্ডিয়ায় সেরা শিল্পীর তালিকায় বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তনী রবিউলের নাম

শম্ভুনাথ সেনঃ

ভিসুয়াল আর্ট এর উপর ফোর্বস ইণ্ডিয়ার তালিকায় জায়গা করে নিলেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তনী রবিউল খান। উল্লেখ্য, ফোর্বস পৃথিবীর সবথেকে বড় বিজনেস ম্যাগাজিন। অনূর্ধ্ব ৩০-এ ভারতবর্ষের বুকে একমাত্র আর্ট শিল্পী হিসেবে এই তালিকায় সে স্থান পেয়েছে। ইতমধ্যেই ফোর্বস ইণ্ডিয়ার তরফে তাঁকে ফোন ও ইমেল মারফৎ জানানো হয়েছে এই পুরস্কার জয়ের বিষয়টি। আগামী আগস্টে মুম্বাইতে সংস্থার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গালপাড়া গ্রাম থেকে উঠে এসে কবিগুরুর বিশ্বভারতীতে পেন্টিং নিয়ে পড়াশোনা।এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পূর্ণ করেছে রবিউল।তার আগেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে। মাত্র ২৭ বছর বয়সী এই শিল্পী আগেই ইনল্যাক্স ফাইন আর্ট এওয়ার্ড, নেদারল্যান্ডসের প্রিন্স ক্লজ সিড এওয়ার্ড সহ একাধিক সম্মাননা পেয়েছেন৷
উল্লেখ্য, রবিউলের বাবা হাজি রফিক খান পেশায় একজন ব্যবসায়ী৷ মা চাঁদনি বিবি গৃহবধূ। রবিউল জানিয়েছেন, তাঁর বাবা নিজে বেশিদূর পড়াশোনা না করলেও শিল্প ও শিক্ষার প্রতি বিশেষ অনুরাগ ছিল৷বাবার অনুপ্রেরণায় ছোট থেকেই শিল্পচর্চার প্রতি আগ্রহ ছিল তাঁর। ২০২২ সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হন রবিউল৷ পাশাপাশি চলতে থাকে নিজের মত করে শিল্পচর্চা। শিল্পের বিকাশ ও প্রসারের লক্ষ্যে রবিউল তাঁর সহপাঠীদের নিয়ে ‘গাবা’ নামে একটি শিল্পচর্চার প্রতিষ্ঠান তৈরি করেছেন। অনূর্ধ্ব ৩০ ফোর্বস ইণ্ডিয়ার তালিকায় তার নাম উঠে আসায় বিশ্বভারতীর পাশাপাশি জেলার শিল্পী মহল খুশি৷ ৩০ টি বিভাগে দেশের ৩০ জনের নাম রয়েছে এই তালিকায়৷ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, বিনোদ কামলির পর বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশত রান করা যশস্বী জয়সওয়াল,কান ফেস্টিভ্যালে নজরকাড়া নেনসি ত্যাগিদের সঙ্গে একই তালিকায় নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর প্রাক্তনী রবিউলের। প্রসঙ্গত, মাত্র ২৭ বছর বয়সী এই শিল্পী রবিউল ২০২৩ সালে মুম্বাইয়ের শিবদাসানি ফাউন্ডেশনের অন্যতম সম্মাননা ‘ইনল্যাক্স ফাইন আর্টস এওয়ার্ড’ পেয়েছেন৷ ২০২৪ সালে বিশ্বের ১০০ জন শিল্পীর মধ্যে নেদারল্যান্ডসের ‘প্রিন্স ক্লজ সিড এওয়ার্ড’ পেয়েছেন। এছাড়া, ২০২৪ সালে হুণ্ডাই আর্টি ফর হোপ সম্মাননা পেয়েছেন রবিউল ৷ সদ্য শান্তিনিকেতনের হয়ে যাওয়া বেঙ্গল বিনালেতে অংশ নিয়েছিলেন রবিউল খান ও তাঁর সহপাঠীরা৷ সেখানেও নক্সীকাঁথার ঘর তৈরি করে নজর কাড়েন তিনি৷ এবার শিল্প স্বীকৃতিতে ফোর্বস ইণ্ডিয়া তালিকায় রবিউলের নাম তার জীবনে একটি মাইলস্টোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *