
শম্ভুনাথ সেনঃ
অগ্নিকাণ্ডের ফলে নিঃস্ব অসহায় পরিবার। শর্ট সার্কিটের দরুন আগুন লেগে পুড়ে গেছে বাড়ি-ঘর, ধান- চাল, টাকা-পয়সা, জামা-কাপড়, আসবাবপত্র এমনকি আধার, ভোটার, রেশন কার্ড। গত ১৪ ফেব্রুয়ারি বীরভূমের দুবরাজপুর ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণে বেঁচে থাকলেও এখন অসহায় পরিবার। জেলার বিশিষ্ট সমাজকর্মী প্রিয়নীল পাল এবং সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই দুর্ঘটনার সংবাদ জানতে পারেন বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক। আজ ১৬ ফেব্রুয়ারি তিনি জেলা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে সরেজমিনে পৌঁছে যান শংকরপুর গ্রামে।

ওষুধ থেকে শুরু করে চাল ডাল প্রয়োজনীয় জিনিসপত্র এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুন চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল, সমাজসেবী কৌশিক দে, সুমন পাহাড়ি সহ আরো অনেকে। এদিন অসহায় এই পরিবারের বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন। পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে এমন সাহায্য করায় স্বস্তি পেয়েছেন গৃহকর্তী চিন্তা অঙ্কুর সহ পরিবারের লোকজনেরা।
ছবি ও ভিডিও: মোহাম্মদ আমীন নাশীদ, সিউড়ি বীরভূম।