বীরভূমের ডেউচা-পাঁচামি কয়লা খনি এলাকা থেকে সবুজ বাঁচানোর লক্ষ্যে গাছ প্রতিস্থাপন

শম্ভুনাথ সেনঃ

অবশেষে বীরভূমের মহম্মদবাজার ব্লকের ডেউচা পাঁচামী কয়লা খননের কাজ শুরু হয়েছে। এই এলাকায় গাছপালা ও সবুজ পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য প্রথম থেকেই বাধা দেন এলাকার আদিবাসী মানুষজন। তাদের কথা মান্যতা দিয়ে বীরভূম জেলা প্রশাসন ওই এলাকার শাল, মহুয়া, অর্জুন, শিরিষ এইসব বয়স্ক গাছগুলিকে অন্যত্রে প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে রাজ্যে এই প্রথম বিপুল পরিমাণ গাছ অন্যত্র প্রতিস্থাপন করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য এই উদ্যোগ শুরু হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি থেকে। সেই অনুযায়ী ওই প্রকল্প এলাকায় এক কিলোমিটারের মধ্যে ভূমি দপ্তরের চিহ্নিত জায়গায় গাছগুলিকে প্রতিস্থাপন করা হবে।

উন্নত প্রযুক্তিতে যন্ত্রের সাহায্যে বড় বড় গাছগুলিকে উপড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করা যা দেখতে বহু মানুষের ভিড় জমে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক বাবুলাল মাহাতো, হায়দরাবাদ থেকে আগত বৃক্ষ বিশেষজ্ঞ রামচন্দ্র আপ্পারি সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। উন্নত প্রযুক্তির সাহায্যে অভিনব এই কাজ শুরু হয়েছে৷ এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক অনেকেই৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় হাজারের কাছাকাছি গাছ রয়েছে প্রকল্প এলাকায়৷ প্রথম পর্যায়ে প্রায় ২০০ গাছকে পরে বাকিগুলিও পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা হবে৷ বৃক্ষ বিশেষজ্ঞ রামচন্দ্র আপ্পারি জানান যেভাবে গাছগুলিকে প্রতিস্থাপন করা হচ্ছে তাতে ৭৫ শতাংশই গাছ বেঁচে থাকবে। সবুজ বাঁচানোর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন আদিবাসী সমাজের মানুষজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *