
সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে জেলার মধ্যে বালি, কয়লা পাচারের অভিযোগে মুখ্যমন্ত্রীর রোষে পড়তে হয় বীরভূম জেলা প্রশাসনকে। যার প্রেক্ষিতে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সেরূপ রবিবার ভোরবেলায় খয়রাশোল থানার পুলিশ মোবাইল ভ্যান নিয়ে টহলরত অবস্থায় স্থানীয় থানার পানসিউড়ী থেকে ক্যানেল পাড়ের রাস্তার মধ্যে দুটি কয়লা বোঝাই মোটরসাইকেল বাজেয়াপ্ত করে। জানা যায় পুলিশের গাড়ি দেখা মাত্রই কয়লা পাচারকারীরা কয়লা ভর্তি দুটি মোটরসাইকেল ছেড়ে পালিয়ে যায়। দুটি মোটরসাইকেলে আনুমানিক ১৬কুইন্ট্যাল কয়লা ছিল বলে জানা যায়।