
দীপককুমার দাসঃ
ফেব্রুয়ারী থেকে দিল্লির ভারত মন্ডপে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম টেক্সটাইল এক্সপো ভারত টেক্স ২০২৫। বস্ত্র মন্ত্রকের সহায়তায় ১২টি টেক্সটাইল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের একটি কনসোর্টিয়াম দ্বারা আয়োজিত এই টেক্সটাইল মেলার আজ ছিল শেষ দিন। ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপে ভারত টেক্স ২০২৫ এর প্রদীপ প্রজ্জ্বলন করেন উদ্বোধন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা। এই টেক্সটাইল মেলায় যোগদানের আমন্ত্রণ পেয়ে যোগ দেন সূচী শিল্পে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সিউড়ির তৃপ্তি মুখার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি দেশীয় ও আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই অনুষ্ঠানে ৬,০০০ বিদেশী ক্রেতা অংশগ্রহণ করেছেন – যা গত বছরের অংশগ্রহণের চেয়ে দ্বিগুণ – যা বিশ্বের বৃহত্তম টেক্সটাইল মেলা হিসেবে এর মর্যাদাকে আরও শক্তিশালী করেছে। ১২০ টিরও বেশি দেশের ৫,০০০ এরও বেশি প্রদর্শক এবং অংশগ্রহণকারীদের নিয়ে, ভারত টেক্স ২০২৫ এর আয়োজন করা হয়েছে। কাঞ্জিভরম বেনারসি কাঁথাস্টিচ—যা বিশ্বের দরবারে সুপ্রসিদ্ধ সেইসব শিল্পীর কারুশিল্প ও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে l বীরভূম থেকে এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তথা শিল্পগুরু সম্মানে ভূষিত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃপ্তি দেবীর স্টলটি পরিদর্শন করেন এবং শিল্পীর সাথে কথা বলেনl প্রধান মন্ত্রীর সাথে আলাপচারিতায় খুশি তৃপ্তিদেবী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন ভারতের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান তিনি l