
শম্ভুনাথ সেনঃ
দোকানের সাটারের তালা ও লকার ভেঙে দুঃসাহসিক চুরি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইতে গতকাল ১৭ ফেব্রুয়ারি মধ্যরাত্রিতে। মুরারই এক নম্বর ব্লকের বাঁশলৈ স্টেশন সংলগ্ন সমরপুর এলাকায় তালা ভেঙ্গে পরপর দুটি সোনার দোকানে এ দুঃসাহসিক চুরি হয়। জুয়েলারি দোকানের মালিকের একজনের নাম বিলাস পাইন আরেকজন হরিরঞ্জন পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মালিকরা জানিয়েছেন অন্ততপক্ষে ১২ থেকে ১৪ লাখ টাকার সোনার গহনা চুরি গেছে। এই চুরির ঘটনা মুরারই_থানায় জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম