
দীপককুমার দাসঃ
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমীর সহযোগিতায় ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো দুদিনের ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান পরিবেশন করেন পন্ডিত রোণু মজুমদার (বাঁশি), পন্ডিত অভিজিৎ ব্যানার্জি (তবলা), অঞ্জনা নাথ (কন্ঠ), কৌশিক ব্যানার্জি (তবলা) ও জ্যোর্তিময় ব্যানার্জি (হারমোনিয়াম)। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন ছিল জমজমাট। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদের সঙ্গে পন্ডিত তন্ময় বোসের তবলার যুগলবন্দী। এছাড়াও রবিবার অনুষ্ঠান পরিবেশন করেন কৌশাম্বী মুখার্জি (কন্ঠ), সৌমিত্রজিৎ চ্যাটার্জী (তবলা) ও জ্যোর্তিময় ব্যানার্জি (হারমোনিয়াম)। সিউড়িতে ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালে রবীন্দ্র সদন কানায় কানায় পূর্ণ হয়েছিল শ্রোতাদের ভিড়ে।
