
সেখ রিয়াজুদ্দিনঃ
ডাকাতির ছক বানচাল করে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতের দিকে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় টহলরত পুলিশদের নজরদারি বাড়িয়ে তোলার নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশের জাল বিস্তার হতেই দুই দুষ্কৃতী আটকে পড়ে পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর বেশ কিছু দুষ্কৃতী যানবাহন এবং পথচারীদের উপর সড়ক ডাকাতির প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল স্থানীয় থানার বারাবন জঙ্গলের মধ্যে। পুলিশ দেখা মাত্রই বেশ কিছু জমায়েতকারী পালিয়ে গেলেও দুজন আটকে পড়ে পুলিশের হাতে। ধৃত দুই সত্যব্রত গোগ ও গোষ্ঠ গোপাল জমাদারের বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামে। পুলিশ তাদের কাছ থেকে লোহার রড, হাঁসোয়া, দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ধৃতদের বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য গত রবিবারেও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া লোকপুর দুবরাজপুর ডেমুরিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পাইপ গান উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে দুবরাজপুর থানার বনহরি গ্রামের নারায়ন মন্ডল এবং অন্যজন ঝাড়খণ্ডের বাগডহরী থানার সুদ্রাক্ষীপুর গ্রামের ইন্দ্রজিৎ মন্ডল বলে পুলিশ সূত্রে জানা যায়।পরদিন অর্থাৎ সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানা যায়। লোকপুর থানার পুলিশ নিজদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এলাকায় অন্যকোন ব্যাক্তি জড়িয়ে আছে কিনা। তাছাড়া কোথায় কোথায় দুষ্কর্ম করা হয়েছে তার ইতিহ বৃত্তান্ত জানার চেষ্টা চলছে বলে জানা যায়।ডাকাতির ছক বানচাল করে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতের দিকে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় টহলরত পুলিশদের নজরদারি বাড়িয়ে তোলার নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশের জাল বিস্তার হতেই দুই দুষ্কৃতী আটকে পড়ে পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর বেশ কিছু দুষ্কৃতী যানবাহন এবং পথচারীদের উপর সড়ক ডাকাতির প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল স্থানীয় থানার বারাবন জঙ্গলের মধ্যে। পুলিশ দেখা মাত্রই বেশ কিছু জমায়েতকারী পালিয়ে গেলেও দুজন আটকে পড়ে পুলিশের হাতে। ধৃত দুজনেরই বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের সত্যব্রত গোগ ও গোষ্ঠ গোপাল জমাদার। পুলিশ তাদের কাছ থেকে লোহার রড, হাঁসোয়া, দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ধৃতদের বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য গত রবিবারেও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া লোকপুর দুবরাজপুর ডেমুরিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পাইপ গান উদ্ধার করা হয় । ধৃতদের মধ্যে দুবরাজপুর থানার বনহরি গ্রামের নারায়ন মন্ডল এবং অন্যজন ঝাড়খণ্ডের বাগডহরী থানার সুদ্রাক্ষীপুর গ্রামের ইন্দ্রজিৎ মন্ডল বলে পুলিশ সূত্রে জানা যায়।পরদিন অর্থাৎ সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানা যায়।লোকপুর থানার পুলিশ নিজদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এলাকায় অন্যকোন ব্যাক্তি জড়িয়ে আছে কিনা। তাছাড়া কোথায় কোথায় দুষ্কর্ম করা হয়েছে তার ইতিহাস বৃত্তান্ত জানার চেষ্টা চলছে বলে জানা যায়।