
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজনগর ব্লকের বেলবুনি গ্রামে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুনে ভস্মীভূত হল খড়ের পালুই। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এদিন ২টি খড়ের পালুইয়ে আগুন লাগার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা বিকেলে হঠাৎই অসিত হাঁসদা নামে এক ব্যক্তির খড়ের পালুইয়ে আগুন জ্বলতে দেখেন। তা দেখা মাত্রই খবর দেওয়া হয় রাজনগর থানার ভিলেজ পুলিশ বুবাই ব্যানার্জিকে। সেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা এবং এএসআই মদন সরকার ও কাজল বাগদি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে দুটি খড়ের পালুইয়ের মধ্যে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন আয়ত্তে আনে। আগুন আয়ত্তে আনার প্রেক্ষিতে এলাকায় স্বস্তির নিঃশ্বাস দেখা দেয় স্থানীয় গ্রামবাসীদের মুখে। যদিও আগুন কিভাবে লেগেছে, কেও সঠিক ভাবে বলতে পারেনি।