বীরভূমের সিউড়ি সংলগ্ন দুর্গাপুর গ্রামের দুই ভাইয়ের একই নম্বরের আধার কার্ড: বিভ্রান্তি

শম্ভুনাথ সেনঃ

ভুতুড়ে ভোটার কার্ড ইস্যুতে রাজ্য জুড়ে যখন সরগরম অবস্থা, সেই সময়ে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের নরসিংহপুর পোস্ট অফিসের অন্তর্গত দুর্গাপুর গ্রামের একই নাম্বারে দুই ব্যক্তির আধার কার্ড এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই গ্রামের শ্রমজীবী দুই ভাই গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারার আধার কার্ড আলাদা হলেও উভয়ের নম্বর একই। দীর্ঘদিন ধরে সংশোধনের চেষ্টা করলেও সমাধান মেলেনি। ফলে রেশনে মাল পাওয়া তাদের বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা তাদের ব্যাংক একাউন্টে। দুই ব্যক্তি আলাদা হলেও আধার নাম্বার এক হওয়ায় তারা নানা পরিষেবা থেকে বঞ্চিত। সরকারি দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে তাদের অভিযোগ। সমস্যার দ্রুত সমাধান চাইলেও মিলছে না সঠিক পদক্ষেপ। উল্লেখ্য, ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের প্রক্রিয়ায় শাসক দল ইতিমধ্যেই নেমে পড়েছে। তবে এই আধার বিভ্রাটে প্রশাসনের ভূমিকা কী হবে, তা এখন দেখার। তবে জেলা প্রশাসন সূত্রে তাদের আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *