
শম্ভুনাথ সেনঃ
মাঝরাতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হল এক গৃহস্থের বাড়ি। পুড়ে ছাই বাড়ির জিনিসপত্রের সঙ্গে দরকারি কাগজপত্র। ঘটনাটি ঘটেছে ৪ঠা ফেব্রুয়ারি মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর ২ নং ব্লকের উঁচপুর গ্রামে। বাড়ির মালিক চাঁদগোপাল লেট। তিনি জানিয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে তার বাড়িতে আচমকায় আগুন লাগার ঘটনা সে দেখতে পায়। আর তারপরই তাদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয়দের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর সেই আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়, তবে সেই আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়িতে থাকা সবকিছু। কিভাবেই বা অগ্নিসংযোগ ঘটলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।