
শম্ভুনাথ সেনঃ
পথ দুর্ঘটনায় গুরুতরজখম হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা। আজ ৭ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের গোপালপুর-মুরারই রাস্তায়। জখম এই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার্থীর নাম অঙ্কিতা রাজবংশী। তার বাড়ি বীরভূমের মুরারই থানার গোপালপুর গ্রামে। সে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পাঠরতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন তার বাবার সঙ্গে মোটর সাইকেলে চেপে মুরারই ভাদিশ্বর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় মুরারই থানার দরগাতলার কাছে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষের তৎপরতার প্রায় এক ঘন্টা পর হাসপাতালের বেডেই তার পরীক্ষা নেওয়া শুরু হয়।