
দীপককুমার দাসঃ
৯ মার্চ, রবিবার সকাল ১০টায় বোলপুর ট্যুরিস্ট লজের সামনে থেকে শান্তিনিকেতন পর্যন্ত গাছ গ্রুপ, বীরভূম জেলার পক্ষে, বসন্তোসবের আগে পলাশ বাঁচাও অভিযান কর্মসূচি উপলক্ষে পদযাত্রা হলো। পলাশ গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতার বার্তা দিলেন ড.সুপ্রিয় সাধু, মিসকিন আলি, অরুপ থান্ডার, তারক ব্যানার্জি সহ বিশিষ্ট গাছ গ্রুপের সদস্যবৃন্দ। পলাশ বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার, ফেস্টুন দিয়ে রঙিন পদযাত্রা সংঘটিত হয়। পদযাত্রায় ভেষজ আবির ব্যবহার বিষয়ে ও সচেতনা মূলক আলোচনা করা হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষক আনোয়ার হোসেন, অরূপ চৌধুরী, কল্যাণ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রায় শতাধিক বৃক্ষপ্রেমী মানুষের জমায়েত শান্তিনিকেতনে পলাশ বাঁচাও অভিযান কর্মসূচি পালিত হয়।
