
শম্ভুনাথ সেনঃ
তারাপীঠ মহাশ্মশানে হোটেলের নোংরা জল ফেলার কংক্রীটের স্থায়ী নির্মাণ করার প্রতিবাদে এবার লাগাতার আন্দোলনে নামলো বীরভূম জেলা বিজেপি। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভে সামিল হয়। ৯ ফেব্রুয়ারি থেকে পর পর তিনদিনের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিজেপির অভিযোগ তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর ওই এলাকার বিভিন্ন হোটেল থেকে নির্গত দুষিত জল ফেলার কংক্রীটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। বৈষ্ণব সম্প্রদায়ের মৃতদের সমাধির উপর এই নির্মাণ করা হচ্ছে বলে বিজেপির দাবী। বিজেপির অভিযোগ বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিতভাবে এই ধরনের নোংরা জল ফেলার কংক্রীটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। তার প্রতিবাদে এর আগেও তারাপীঠ মন্দির এলাকায় দুদিন মিছিল করে প্রতিবাদ জানায় বীরভূম জেলা বিজেপি। বিজেপির বীরভূম জেলার বিভিন্ন কর্মী ও সমর্থকেরা কোদাল নিয়ে নির্মানের জন্য গর্ত মাটি ভরাট করে দিয়েছিলেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেদিনই বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ ১৫ জন বিজেপির কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল। তারাপীঠ মহাশ্মশানে হোটেলের নোংরা জল ফেলার স্থায়ী কংক্রীটের নির্মাণ বন্ধ করার দাবীতে আজ থেকে তিনদিন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপির কর্মী ও সমর্থকরা।