জাতীয় লোক আদালতে একটি বেঞ্চ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করে নারী দিবস পালিত, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিনঃ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ঘটনাচক্রে এদিনেই ২০২৫ সালের প্রথম জাতীয় লোক আদালত বসে জেলা সদর সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে। তিনটি মহকুমায় এদিন ২৩টি বেঞ্চ গঠন করে ৩৩১৭টি মামলার নিষ্পত্তি করল জাতীয় লোক আদালত। মামলার সংখ্যা ছিল প্রায় আট হাজার। যার মধ্যে ব্যাঙ্কের অনাদায়ী, টেলিফোন বিল, ইলেক্ট্রিক বিল, মোটর দূর্ঘটনা জনিত মামলা ও অন্যান্য সিবিল মামলা ইত্যাদি উঠে আসে এদিনের জাতীয় লোক আদালতে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা গুলি একদিনেই লোক আদালতে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। যার দ্বারা সাধারণ মানুষ ও ‌ব্যাঙ্ক কর্তৃপক্ষ উভয়েই উপকৃত হলো। জেলা আইনি পরিষেবা সংস্থার সচিব নিরুপমা দাস ভৌমিক জানান, জেলা মুখ্য বিচারক আরতি শর্মা রায়ের তত্ত্বাবধানে চলতি বছরের প্রথম লোক আদালত সংগঠিত হয়। সেখানে মোট নিষ্পত্তি হওয়া মামলার আর্থিক পরিমাণ ৬ কোটি ৭৭ লক্ষ ১৫ হাজার ৪৯৪ টাকা। উল্লেখ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন জাতীয় লোক আদালতের একটি বেঞ্চ মহিলাদের দ্বারা পরিচালিত হয়। যেখানে বেঞ্চে ছিলেন একজন মহিলা বিচারক, উকিল ও সোস্যাল ওয়ার্কার। তাছাড়া এখানে যাদের মামলা ধরা হয় তারা ও সকলেই মহিলা। এভাবেই জাতীয় লোক আদালতের দিনে নারী দিবস পালনের উদ্যোগ নেয়া হয় বলে জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *