
শম্ভুনাথ সেনঃ
ওরে গৃহবাসী খোল দ্বার খোল, রাঙিয়ে দিয়ে যাও…’ প্রভৃতি কবিগুরুর গানে গানে বিশ্বভারতীতে আজ ১১ ফেব্রুয়ারি উদযাপিত হল বসন্তোৎসব। শান্তিনিকেতন গৃহ থেকে নৃত্যের তালে তালে সকাল থেকেই শুরু হয় শোভাযাত্রা৷ প্রথা অনুযায়ী যার সামনের সারিতে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিশ্বভারতীর শান্তিনিকেতন গৌরপ্রাঙ্গনে অনুষ্ঠিত হয় “বসন্ত বন্দনা” অনুষ্ঠান।

প্রথমে শাস্ত্রীয় সংগীত, মণিপুরী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে বিশ্বভারতীর সংগীত ভবনের ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা। আজ সকাল সাতটায় শান্তিনিকেতন গৃহ থেকে বসন্ত উৎসবের সূচনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসা ঐতিহ্য নিয়ে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রী, পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক এবং প্রাক্তনীরা৷ প্রবেশাধিকার ছিল না স্থানীয় বোলপুরবাসী কিংবা বাইরের কোনো পর্যটকদের। আবির খেলার ক্ষেত্রে আগে থেকেই ছিল নিষেধাজ্ঞা ৷ তাই শুধুমাত্র রবীন্দ্রসংগীত ও নৃত্যের মধ্য দিয়ে উদযাপিত হয় এবারের শান্তিনিকেতনে বসন্তোৎসব।
