
শম্ভুনাথ সেনঃ
কবিগুরুর শান্তিনিকেতনে রেস্তোরাঁ নির্মাণ বিতর্কের মাঝেই সেখানে টাঙানো হয়েছে একটি রঙিন ব্যানার। আর সেখানে গুরুদেবের ছবি দিয়ে এই লেখাকে ঘিরে নয়াবিতর্ক শুরু হয়েছে৷ এদিন নির্মীয়মাণ এলাকার একাধিক জায়গায় এই ব্যানার টাঙানো হয়েছে। সেখানে গুরুদেবের ছবি সম্বলিত লেখা রেস্তোরাঁর নাম ৷

আর তার সঙ্গে প্রচার, “খাদ্য রসিক, ভোজন রসিক, ভালো রন্ধন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগা প্রিয় খাবারের আয়োজন স্থল।” বিশ্বকবি রবীন্দ্রনাথকে ‘রন্ধন শিল্পী’ উল্লেখ করে ব্যানার দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকার সমাজ সচেতন মানুষজন। একজন রবীন্দ্রপ্রেমী মানুষ এই ব্যানার দেখে কটাক্ষের সুরে লিখেছেন, রবি ঠাকুর কে নিয়ে এটাই বাকি ছিল !!
