
শম্ভুনাথ সেনঃ
নাবার্ড (NABARD), (ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যাণ্ড রুরাল ডেভেলপমেন্ট) হলো ভারত সরকারের একটি শীর্ষ উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান। যা কৃষি ও গ্রামীণ খাতের জন্য ঋণ, অর্থায়ন, পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের মাধ্যমে কাজ করে। নাবার্ডের মূল লক্ষ্য হলো দেশে টেকসই এবং ন্যায়সঙ্গত কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করা। বীরভূমের দুবরাজপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় নাবার্ডের সহযোগিতা নিয়ে আজ ২৫ মার্চ একটি রিভিউ মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয় সংস্থার অফিস বেলসারা গ্রামে। জেলার বিভিন্ন প্রান্তের নাবার্ড সাহায্যকারী FPO,NGO সংস্থাগুলির পদাধিকারী সদস্যরা আজ অংশগ্রহণ করেন। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের বীরভূম জেলা উন্নয়ন প্রবন্ধক (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার) অনুপম পট্টনায়ক। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর প্রজেক্টের সম্পাদক কাজল কুমার মণ্ডল। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রবিন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক গুনধর ঘোষ, প্রবীণ সমবায় কর্মী শ্যামল কুমার রুজ প্রমুখ।এছাড়া নলহাটি, মল্লারপুর, লাভপুর,রাজনগর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধি রাজীব কুমার নায়েক, সাদ্দাম হোসেন, শ্যামল সরকার, ভুবন দাস, সাধন কুমার মণ্ডল এমন সব সদস্যরা তাদের সংস্থার উন্নয়নের নানা কথা তুলে ধরেন।