
সেখ রিয়াজুদ্দিনঃ
২৩ মার্চ “বিশ্ব আবহাওয়া দিবস”। সেই উপলক্ষে আবহাওয়া সম্বন্ধীয় সচেতনতা মূলক এক মনোজ্ঞ আলোচনাচক্র অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় সরকারি কলেজে। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অলোক কুমার দাস ও অভ্যন্তরীণ মূল্যমান নির্ধারক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অশেষ কুমার মাজির বদান্যতায় আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয়। কলেজের ভূ-তত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্র বলে কলেজ সূত্রে জানা যায়। আলোচ্যসূচিতে দৈনন্দিন বজ্রপাত, বন্যা, কালবৈশাখী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাষ কীভাবে পাওয়া যায় সেই সমস্ত বিষয়ের উপর আলোকপাত করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের খুব প্রয়োজনীয় দুটি আবহাওয়া বিষয়ক অ্যাপ মোবাইলে ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন।মূলত ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনাচক্র। কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।