
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অর্থানুকূল্যে বীরভূমের দুবরাজপুর পৌরসভার নিজস্ব জমিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি বর্জ্য শোধন কেন্দ্র নির্মাণ হবে। ২৬ মার্চ এই ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইতিমধ্যেই এই প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রায় তিন কোটি টাকা অনুমোদন মিলেছে বলে পৌরসভা সূত্রে খবর। দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীচন্দ্রপুর মৌজায় পৌরসভার নিজস্ব জমিতে এই ইউনিট গড়ে উঠবে বলে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানিয়েছেন। পুর নাগরিকদের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহারের মাধ্যমে সমাজ বান্ধব কাজে তা ব্যবহৃত হবে। যা পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্জ্য ব্যবস্থাপনার এই কেন্দ্র স্থাপনের ফলে বর্জ্য পদার্থ গুলিকে বিভিন্ন পদ্ধতিতে রিসাইক্লিং, এবং প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে সার এবং তা কৃষি জমিতে ব্যবহার করা যাবে। এই প্রক্রিয়ার ফলে দুর্গন্ধ মুক্ত ও সমাজবদ্ধ পরিবেশ গড়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক চিন্ময় সিংহ। এদিন এই শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা শওকত আলী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংশ্লিষ্ট দত্তের আধিকারিক এবং পৌরসভার কর্মীরা।
