
শম্ভুনাথ সেনঃ
কথাতেই আছে মাছে ভাতে বাঙালি! মাছ বাঙালির প্রিয় খাদ্য। তাই মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে সেই সঙ্গে মৎস্যজীবীদের স্বনির্ভরতার লক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি বীরভূমের মুরারইতে মৎস্যজীবীদের হাতে মাছের চারা পোনা তুলে দেওয়া হয়। মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির ২৫১ জন উপভোক্তাদের হাতে মাছের চারা পোনা তুলে দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা জানিয়েছেন। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উপভোক্তাদের হাতে প্রত্যেককে কুড়ি কেজি করে এই চারা পোনা দেওয়া হয়েছে। এই চারা পোনা পুকুর এবং ডোবাই ছাড়ার পর তাদের যেমন মাছের চাহিদা পূরণ করবে, তেমনি বিক্রি করে তারা রুটি রুজির মুখ দেখবে। এদিন মাছের চারা পোনা পেয়ে উপভোক্তারা খুশি ব্যক্ত করেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম