বিজেপিতে ভাঙন: বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির তৃণমূলের কর্মীসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

শম্ভুনাথ সেনঃ

২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নেমে পড়েছে দলীয় কর্মীসভায়। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ৩ এপ্রিল একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতর সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ।
এদিন এই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে অন্তত ৫০০ জন মানুষ তৃণমূলে স্বেচ্ছায় যোগদান করেন বলে দলীয় সূত্রে খবর। রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আগামী দিনে যাতে করে বঞ্চিত না হয় তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তারা জানান। এই কর্মীসভায় মূল বক্তব্য তুলে ধরেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এদিন এই কর্মী সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *