
শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই আগামীকাল ৬ এপ্রিল রবিবার রামনবমী। রাজ্যজুড়ে ধুমধামের সংগে পালিত হবে রামনবমী উৎসব। সপ্তাহখানেক আগে থেকেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। রামনবমী উৎসবকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।
রামনবমী উপলক্ষে বীরভূম জেলাজুড়ে চলছে জেলা পুলিশের রুটমার্চ। সঙ্গে বিশেষ নজরদারিও। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেভাগেই তৎপর জেলা পুলিশ প্রশাসন। উল্লেখ্য, সদাইপুর থানার পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই ছবি ধরা পড়েছে নয়া প্রজন্মের ওয়েবসাইটের পাতায়। ওসি মিকাইল মিঞার নেতৃত্বে সদাইপুর থানার পক্ষ থেকে আজ ৫ এপ্রিল বিকেলে রুটমার্চ করা হয়। পাশাপাশি কিছু এলাকায় ড্রোন উড়িয়েও চলে বিশেষ নজরদারি। চিনপাই, সাহাপুর, রাজগঞ্জ ও করমকাল সহ একাধিক জায়গায় শুরু হয়েছে এই রুটমার্চ।
ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম