
উত্তম মণ্ডলঃ
একসময় এলাকায় প্রচুর আখ চাষ হতো, আর সেই আখের নতুন গুড় থেকে তৈরি বিভিন্ন মিষ্টি উপকরণ দিয়ে পুজো হতো লৌকিক দেবী গুড়কালীর। এখন আর সেই আখ চাষ নেই, তবে নতুন গুড় থেকে তৈরি উপকরণ দিয়ে আয়োজিত হচ্ছে দেবী গুড়কালীর পুজো। আজ রাজনগর ব্লকের গৌরীবাগান গ্রামে ভুঁইয়া পরিবারের হাতে পুজিতা হলেন দেবী গুড়কালী। এ পুজোয় কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগে না। ভুঁইয়া পরিবারের অরুণ রায় বেশ কয়েক বছর ধরে এই পুজো করে আসছেন। এবারেও ভর দুপুরে বাঁধানো বেদিতে ভক্তদের হাতে পুজিতা হলেন দেবী গুড়কালী। এ বিষয়ে পুজারী অরুণ রায় ও তাঁর স্ত্রী নিয়তি রায় জানান, প্রায় ৭০ বছরের পুরোনো এই পুজো। আর গত ২০ বছর ধরে তিনি এই পুজো করে আসছেন। পুজোয় গুড়ের জিনিস লাগবেই।
