
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটে “বাংলা সংস্কৃতি মঞ্চে’র” বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা, ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের ১৩৫ তম জন্মদিবস যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। আম্বেদকারের প্রতিকৃতি নিয়ে রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা পুরশহর পরিক্রমা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সভাপতি রাজকুমার ফুলমালি। প্রথমেই ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। ডঃ আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন রাজকুমার ফুলমালি, চণ্ডীচরণ দাস, দুবরাজপুর বি.আর. আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রতন চন্দ্র সাহা, সদস্য সেখ মকবুল প্রমুখ। এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংগঠনের বহু তপশিলি জাতি ও উপজাতির মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন। কার্তিক দাসের রচিত জয়দেব দেবাংশীর সুরে সহজ পাঠের দিদিমনিরা কোরাস কণ্ঠে পরিবেশন করেন উদ্বোধনী সংগীত। উল্লেখ্য, ভারতরত্ন আম্বেদকারের জন্মদিন কে সামনে রেখে এদিন জেলায় বাংলা সংস্কৃতি মঞ্চের একটি শাখা সংগঠন “তপশিলি জাতি ও উপজাতি অধিকার রক্ষা মঞ্চ” বীরভূমে প্রথম পথ চলা শুরু করে। আগামী দিনে এই সংগঠনের পথ চলা ও পরিকল্পনার কথা তুলে ধরেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্পাদক সুদীপ দাস। অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা দিয়ে আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রতন চন্দ্র সাহা।
