বীরভূমের দুবরাজপুর ব্লকের খগেশ্বরধামে শুরু হয়েছে ২ দিনের চৈত্রসংক্রান্তির ধর্মীয় গাজন মেলা

শম্ভুনাথ সেনঃ

বাংলা বছরকে বিদায় জানাতে বীরভূমের শৈবতীর্থ গুলিতে শুরু হয়েছে শিবের উপাসনা। নীল ষষ্ঠী উপলক্ষে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্যতম বালিজুরি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুরে ৪০২ বছরের পুরোনো প্রাচীন শৈবক্ষেত্র খগেশ্বরনাথ শিব মন্দিরে ৩০চৈত্র (সকাল ৫.২৩ মিঃ থেকে সন্ধ্যা ৫.৫৩ মিঃ) থেকে শুরু হয়েছে উদয়াস্ত হোম-মহাযজ্ঞ। উল্লেখ্য, শতাধিক বছর পূর্বে মহাসাধক মৌণীবাবা এই উদয়াস্থ হোমযজ্ঞ শুরু করেছিলেন বলে জানিয়েছেন খগেশ্বরনাথ শিবমন্দির উন্নয়ন সমিতির সভাপতি অনোজ চক্রবর্তী। পুরোনো ধর্মীয় রীতি এবং গ্রামীণ সংহতি রক্ষায় মা ও মেয়েরা সমাজ সংসারের মঙ্গল কামনায় সন্ধ্যায় মন্দিরে মিলিত হয় নীল বাতি নিয়ে। তেলের মারুলি দিয়ে মন্দির চত্বর জুড়ে জ্বালানো হয় সন্ধ্যাপ্রদীপ। মা ও মেয়েরা সারাদিন উপবাসী থেকে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে নীল বাতি জ্বালিয়ে তদের উপবাস ভঙ্গ করেন। সকাল থেকেই মহাযজ্ঞের পাশাপাশি গীতাপাঠ, চণ্ডীপাঠ ও হরিনাম সংকীর্তন চলে সারাদিন। রাতে অনুষ্ঠিত হয় নরনারায়ণ ও ভক্ত সেবা। আর এই গ্রামীণ লোকায়ত, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নেমেছে মানুষের ঢল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *