
শম্ভুনাথ সেনঃ
সদ্য বিয়ে করে বউকে বাড়িতে রেখে বাইকে চেপে বন্ধুর সঙ্গে বেরিয়েছিল বৌভাতের কেনাকাটায়। কিন্তু পথ দুর্ঘটনায় নতুন বর ও তার বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার বর্ষাপুকুর মোড়ে। গতকাল বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখেই বন্ধুর সঙ্গে বাইকে করে বৌভাতের কেনাকাটা করতে বেরিয়েছিলেন বর্ষাপুকুর গ্রামের বাবের শেখ। গতকাল ১৭ এপ্রিল সন্ধ্যায় মুরারই-ওমরপুর রাস্তায় বর্ষাপুকুর মোড়ে একটি যন্ত্র চালিত ভ্যান এর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবের শেখ ও তার বন্ধুর। অপরদিকে যন্ত্রচালিত ভ্যানে থাকা চারজন গুরুতর আহত হন। পাইকার থানার পুলিশ ও এলাকার বাসিন্দারা তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে এবং পাইকার হাসপাতালে পাঠায়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম