
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের গর্ব ইমন ঘোষ। ইউপিএসসি-র ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সে। ইমনের এই কৃতিত্বের খবরে উচ্ছসিত সারা জেলার মানুষ। তাঁর বাড়ী বীরভূমের বোলপুর মহকুমার পাঁড়ুই ৷ ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা ও তার আত্মীয় পরিবার-পরিজনেরা। “বায়ুসেনায় যোগ দিয়ে সে দেশের সেবা করতে চায়” ৷ ইমনের এমন সাফল্যের সংবাদে এক্স হ্যাণ্ডেলে প্রশংসা জানিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ একজন প্রাক্তন সেনাকর্মী ৷ মা গার্গী ঘোষ একজন গৃহবধূ ৷ বাবার সঙ্গে থাকার কারণে স্কুল জীবন থেকেই বিভিন্ন রাজ্যে সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকদের দেখে অনুপ্রাণিত হয়েছেন ইমন ৷ প্রথমবারই ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বসে সফল হওয়ায় সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য, বাবা সেনাবাহিনীতে কর্মরত থাকার কারণে ইমন ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছে৷ অমৃতসরের ডিএবি স্কুলে থেকে প্রাথমিকে দু’বছর পড়াশোনা করে।পরে বীরভূমের সিউড়ির ইউপি পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণি, আমবালা থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, হরিয়ানার সৈনিক স্কুল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি উত্তীর্ণ হয় সে ৷ পরে দেরাদুনের রাষ্ট্রীয় ইণ্ডিয়ান মিলিটারী কলেজে ভর্তি হন। সেখান থেকেই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয় ইমন ৷ শিশুবেলা থেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের দেখে দেশ সেবার কাজে নিজেকে আত্মনিয়োগ করার স্বপ্ন দেখেন ইমন। সেই প্রস্তুতি নিয়ে এনডিএ পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমবারই ইউপিএসসির পরীক্ষায় ১৮০০ নাম্বারের মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বাংলার এই তরুণ। ছেলে একজন ফ্লাইং অফিসার হিসাবে বায়ুসেনায় যোগ দিতে চায় বলে তার বাবা মায়ের অভিমত। ইমন বর্তমানে দেরাদুনে রয়েছেন বলে তার পরিবার সূত্রে খবর ৷