সিউড়ি দুই নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে দলীয় সংঘর্ষের ঘটনায় ১৩ জন আটক

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের সিউড়ি দু’নম্বর ব্লকের পুরন্দরপুরে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে শনিবার দলীয় গোষ্ঠী দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটে। পারস্পরিক মারামারি, ভাঙচুর ও ইট বৃষ্টি শুরু হয়। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়েও হামলার অভিযোগ ওঠে। বেশ কিছু দলীয় কর্মী কমবেশি জখম হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ মামলা দায়ের করে। দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে মুহুর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রবিবার উভয় পক্ষের মোট ১৩ জনকে আটক করে। এদিন সিউড়ি থানার পক্ষ থেকে আটককৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। একজনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার মামলা, ১২ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। আদালত শেখ শরীফ, প্রহ্লাদ বাগদি ও এম ডি বিলালকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে সিউড়ি আদালতের সরকারি আইনজীবী শুভাশিস চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *