বীরভূমের রাজগ্রামে সাড়ম্বরে প্রকাশিত হলো ৩৫তম বর্ষের “চরৈবেতি” সাহিত্য পত্রিকা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রাজগাঁও মহামায়া উচ্চ বিদ্যালয়ে ৩৫ তম বর্ষের “চরৈবেতি” পত্রিকার নববর্ষ সংখ্যা ২৭ এপ্রিল সাড়ম্বরে প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন মল্লারপুরের উন্মনা সম্পাদক ভারতী ধর, রামপুরহাট ভাবনা পত্রিকার সম্পাদক তানজিলাল সিদ্দিকি, নলহাটির অর্পণ পত্রিকার সম্পাদক রাজেন সাহু, গ্রামীণ সবুজ রশ্মী পত্রিকার সাংবাদিক দীনবন্ধু দাস, অধ্যাপক ড. চৈতন্য বিশ্বাস, শিক্ষক তথা সাহিত্যিক বরুণ কর্মকার সহ জেলার বিভিন্ন প্রান্তের লেখক শিল্পী কবি সাহিত্যিকরা। প্রারম্ভিক ভাষণে প্রত্যেককে স্বাগত জানান চরৈবেতি সম্পাদক কুদ্দুস আলি। সভাপতিত্ব করেন ডাঃ আসগার আলি। উপস্থিত ছিলেন পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক কাজি শিরিন আলি,পত্রিকার সহ সম্পাদক অভিলাষ রাজবংশী সহ অনেকেই। উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫ জন কৃতি গুণীকে “চরৈবেতি স্মারক সম্মাননা” প্রদান করা হয়৷ সেই তালিকায় ছিলেন মহুরাপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কুমার ঘোষ, রাজগাঁও এস আর আর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনাতুল ফেরদৌস, মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল হক মণ্ডল, কলহপুর উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এবং বীরভূম প্রান্তিক পত্রিকার প্রকাশক তথা সংস্কৃতির ধারক সুরঞ্জন দাস গোস্বামী। অনুষ্ঠানে স্বরচিত কবিতা,গল্প পাঠ, কবিতা আবৃত্তি, গান, শিশুদের নৃত্য এবং বক্তাদের সুন্দর কথামালায় আকর্ষণীয় হয়ে ওঠে সাহিত্য অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরৈবেতি পত্রিকার প্রকাশক মনটেন মুন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *