বীরভূমের নলহাটির বারা গ্রামে জলে ডুবে ৩ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

শম্ভুনাথ সেনঃ

পুকুরের জলে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। পুকুরের পাড়ে খেলা করতে গিয়ে জলে পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে। তাদের মধ্যে দু’জন শিশুকন্যা ও একজন পুত্র সন্তান। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ ২৮ এপ্রিল বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। মৃতদের নাম নাসরিন খাতুন (৪), নুরানী খাতুন (৫) এবং তামিম সেখ (৮)। স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উওর পাড়ার দিঘীর পাশে থাকা একটি পুকুরে জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুকুরের পাড়ে খেলা করার সময় সবার অলক্ষ্যে তারা ঐ পুকুরের জলে পড়ে যায়। একই গ্রামের তিন জন শিশু জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে নামে শোকের ছায়া। উল্লেখ্য, ৮ বছর বয়সী তামিম সেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বোখরা গ্রামে। কদিন আগেই বারা গ্রামে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। একই সঙ্গে এই ভাবে মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ পরিবার সহ এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লকের বিডিও রজত রঞ্জন দাস সহ প্রশাসনের কর্তারা। সেই সঙ্গে নলহাটী থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *