“তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের” ষষ্ঠ বর্ষ পূর্তিতে দুদিনের সাহিত্য অধিবেশন অনুষ্ঠিত হলো বীরভূমের সদর সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

“তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজে’র” ষষ্ঠ বর্ষপূর্তি অধিবেশন উপলক্ষে দু’দিনের সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূমের সিউড়িতে। প্রথম দিন ২৭ এপ্রিল সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন আলোচনা সভায় মূল বিষয় ছিল “ভারতীয় সাহিত্যে জনজাতি চেতনা”। মূল বিষয়ের উপর এই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়, হিন্দি বিভাগের অধ্যাপিকা ড. মেরি হাঁসদা, বিশিষ্ট গবেষক অভিষেক রথ, শিলং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা শিক্ষা বিভাগের অধ্যাপক ড.সজল দে, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন গোস্বামী প্রমুখ।

এদিন ১৭ জন অধ্যাপক গবেষকরা তাদের রিসার্চ নিবন্ধ উপস্থাপন করেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আহবায়ক তথা সম্পাদক ড. দেবাশিস মুখোপাধ্যায়। এদিন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নবগোপাল রায়। দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিউড়ি বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষে। জেলার বিভিন্ন প্রান্তের ৩২ জন বিশিষ্ট কবি সাহিত্যিকরা এই সম্মেলনে তাদের স্বরচিত গল্প,কবিতা পাঠ করেন। গৌরবময় অতিথী রূপে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিত লেখিকা অহনা বিশ্বাস। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যসেবী সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *