কাঁকড়তলার হজরতপুরে তৃৃণমূলের কর্মী সম্মেলন উপস্থিত সাংসদ শতাব্দী রায় সহ জেলা নেতৃত্বরা

বিপিন পালঃ

মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায়, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল ও জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ষোষের নির্দেশ মতো আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলকে চাঙ্গা করতে, কর্মীদের মনোবল বাড়াতে, সাাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তারই পরিপ্রক্ষিতে ২৫ জুন, শনিবার হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হজরতপুর পঞ্চায়েতের ১৪ টি বুথের প্রতিটি বুথ থেকে ৬০ জন করে পুরুষ তৃণমূল কর্মী ও ৪০ জন করে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে হজরতপুর হাটতলা মাঠে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে প্রচুর মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকের কর্মী সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সূদীপ্ত ঘোষ, সাংসদ শতাব্দী রায়, জেলা যুব তৃনমূলের সভাপতি দেবব্রত সাহা, জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, জেলা এস সি এস টি সেলের সভাপতি নবগোপাল বাউরী, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পান্ডে। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা সহ সভাপতি অসীমা ধীবর, হজরতপুর অঞ্চল পরিচালন কমিটির সদস্য উদয় সৌমন্ডল সহ অঞ্চলের বুথ সভাপতি, কনভেনরেরা, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ছাড়াও মহিলা ও পুরুষ তৃনমুল কর্মীরা। সভা শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় ও উপস্থিত নেতৃত্বদের বরণ করা হয়। মঞ্চ সঞ্চালনা করেন তৃণমূল নেতা কাঞ্চন দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *