সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের সাঁইথিয়া থানার টেকেড্ডা গ্রামের কাছে সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে নকল সোনার মুদ্রা কারবারি এক যুবককে গ্রেফতার করে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে টেকেড্ডা গ্রামের পাশে শেখ ফুলু ওরফে আশরাফুল নামে এক ব্যক্তি কলকাতার ক্রেতাদের সাথে নকল সোনার মুদ্রা বিক্রির চেষ্টা চালাচ্ছেন। সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্ত ও আমোদপুর পুলিশ ফাঁড়ির আইসি অনিল কুমার এই খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে নকল সোনার মুদ্রা কারবারিকে ধরার জন্য ওৎ পেতে থাকেন এবং টেকেড্ডা গ্রামের কাছে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দরকষাকষি তথা মুদ্রার বিনিময়ে টাকার লেনদেন চলাকালীন পুলিশ আচমকা হানা দিতেই পুলিশের ভয়ে সেখ ফুলু দৌড়ে পালায়, পুলিশ পিছন পিছন ধাওয়া করে প্রায় আড়াই কিলোমিটার দূরে তাকে ধরে ফেলে। ধৃত ব্যক্তির বাড়ি সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামে। পুলিশ ধৃত যুবকের কাছ থেকে ৩০০ টি নকল সোনার মুদ্রা, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও ১ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরী। নকল সোনার মুদ্রা কারবারির সাথে অন্য কোন চক্রের যোগ আছে কিনা তার সন্ধানে নেমেছে পুলিশ।