
সেখ রিয়াজুদ্দিনঃ
জেলা জুড়ে অবৈধভাবে বালি কয়লা পাচার রোধে প্রশসানিক ভাবে বিভিন্ন পদক্ষেপ বা হুঁশিয়ারি দেওয়া হলেও তা যে কার্যকর হয়নি তা স্পষ্ট। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে প্রতিদিন প্রতিনিয়ত অবৈধভাবে বালি ভর্তি ট্রাক্টর,কয়লা বোঝাই গাড়ি আটকের খবর পাওয়া যায়। সেরূপ রবিবার রাতের দিকে একটি গোপন তথ্যের ভিত্তিতে, ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে ডিইবির স্পেশাল টিম দ্বারা একটি বিশেষ অভিযান চালানো হয়। জেলার অন্যান্য থানা এলাকার ন্যায় এদিন চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত গামারকুন্ডু গ্রামের পিডব্লিউডি রাস্তায় দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। উভয় চালক স্বীকার করেছেন যে তারা গত দুই মাস ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করা হয়। পুলিশ গাড়ি দুটি আটক করে গাড়ির চালকদের কাছে বালি ও গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। সেক্ষেত্রে বালির কোনো ই-চালান এবং গাড়ির কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারপরেই দুটি গাড়ির চালক যথাক্রমে শ্রীকান্ত বাউরি (২৮ )এবং রাজু কিস্কু ( ৩২) কে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। চালকদের আটকের পাশাপাশি দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর গুলিকেও চন্দ্রপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে দুবরাজপুর থানার কানতোড় এলাকা থেকে তিন টন কয়লা ভর্তি ট্রাক্টর এবং সদাইপুর থানা এলাকায় অবৈধ বালির গাড়ি আটক হয়েছে বলে সূত্রের খবর।