
সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গে সাধারনের শিক্ষা ব্যাবস্থাকে তুলে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল সরকার। প্রধান শিক্ষক সহ শূন্যপদে নিয়োগ, মিড-মিলের বরাদ্দ বৃদ্ধি, ৩৭ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়া, অস্থায়ী শিক্ষক বদলীর ক্ষেত্রে সংগঠন গুলির সঙ্গে আলোচনা ইত্যাদি দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সিউড়িতে বীরভূম জেলা পরিষদ ভবনের সামনে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় শিক্ষক সংগঠন এবিপিটিএ এর পক্ষ থেকে। এদিনের বিক্ষোভ সভা থেকে উক্ত দাবির কথাগুলো তুলে ধরেন এবং এর বিরুদ্ধে সমস্ত শিক্ষানুরাগী মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। এদিন বিক্ষোভ সভার পূর্বে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে ৭ দফা দাবির আওয়াজ তুলে সিউড়ি শহরজুড়ে মিছিল পরিক্রমা করা হয়। সভায় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা ভরত পাল, আনোয়ার হোসেন, খায়রুল হাসান,সব্যসাচী চ্যাট্টার্জি প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ। তাদের আরো অভিযোগ যে , বর্তমানে শিক্ষা নিয়ে ব্যবস্যা চলছে রাজ্য জুড়ে। রাজ্য সরকার গরমের অজুহাতে দু’মাস স্কুল গুলি ছুটি দিয়ে কি ভাবছে জানিনা। তবে এর ফলে আর স্কুল গুলিতে পড়ুয়া পাওয়া যাবেনা। এদিকে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল গুলি। সাধারন গরিব মানুষের শিশুদের লেখা পড়া ডকে উঠেছে। এদিকে স্কুল গুলিতে শিক্ষকের অভাবে পঠন পাঠনেও সমস্যা দেখা দিয়েছে। শিক্ষকদের বকেয়া ৩৭ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রেখেছে সরকার। অথচ সরকারের অন্য খাতে টাকার অভাব নেই। সভা পরবর্তীতে শিক্ষক সংগঠনের কয়েকজন প্রতিনিধি জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষকে ডেপুটেশন দেন বলে সংগঠন সূত্রে জানা যায়।