প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা তৃণমূল কংগ্রেসে যোগদান, বিজেপির ভাঙ্গন অব্যাহত নানুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

কখনো সোসাল মিডিয়ায় প্রচার করে পদত্যাগ, তো কখনোবা দলের নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, আবার দলীয় কর্মীদের চুপচাপ বসে যাওয়ার আহ্বান এনিয়ে জেলা বিজেপিতে চলছে জোর গুঞ্জন। সেইসাথে ফের বিজেপিতে ধরল ভাঙন, ঘটনা বীরভূমের নানুরে। শনিবার নানুরে কির্ণাহার ২ নম্বর ব্লকে কর্মী সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্য নেতৃত্ববর্গ। উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস যখন প্রথম রাজ্যের ক্ষমতায় আসে তখন নানুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন গদাধর হাজরা। আর ২০১৯ সালে গদাধর হাজরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। আড়াই বছরের মধ্যে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। এমনকী সংগঠক গদাধর হাজরাকে কীর্ণাহার ২ পঞ্চায়েতের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নতুন দায়িত্ব পেয়ে খুশি প্রাক্তন বিধায়ক। তিনি তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *