
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি কলকাতায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু ঘটে। এনিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে উক্ত ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরূপ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার আগাম সতর্কতা অবলম্বন করা তথা অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রাখা। সেই প্রেক্ষিতে বুধবার জেলা পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের যৌথ উদ্যোগে খয়রাসোল থানা এলাকার হোটেল ও পেট্রোল পাম্প গুলোল অগ্নিনির্বাপক ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। এদিন সকালে খয়রাশোল থানা এলাকায় ছোটবড় সমস্ত হোটেল এবং পেট্রোল পাম্প গুলি যৌথভাবে পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।

অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন, অগ্নিনির্বাপক দপ্তরের অনুমোদন তথা ছাড়পত্র পেয়েছে কিনা ইত্যাদি আইনি বিষয়গুলোর উপর নজরদারি চালানো হয়। এদিনের যৌথ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল থানার এসআই সৈয়দ জাকির হোসেন, এএসআই রামমোহন ব্যানার্জি, দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তরের ওসি কৃষ্ণ দাস বসু, সিউড়ি অগ্নিনির্বাপক দপ্তরের ওসি অভিষেক দাঁ সহ অন্যান্য পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীগন।

আজকের অভিযান সম্পর্কে সিউড়ি অগ্নিনির্বাপক দপ্তরের ওসি অভিষেক দাঁ বলেন সম্প্রতি কলকাতায় রেষ্টুরেন্টে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু ঘটে। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে হোটেল রেষ্টুরেন্ট পেট্রোল পাম্প এই সমস্ত জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রাখা হয়েছে কিনা কিংবা অগ্নিনির্বাপক দপ্তরের ছাড়পত্র পেয়েছে কিনা সেসমস্ত বিষয়ে সরজমিনে ঘুরে ঘুরে দেখা হচ্ছে।
