
সেখ রিয়াজুদ্দিনঃ
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে বীরভূম জেলার ডেউচা পাচামি এলাকায় কয়লাখনি খননের প্রক্রিয়া চলছে জোর কদমে। জমি অধিগ্রহণের সময় সরকার বেশ বিপাকে পড়লেও ধীরে ধীরে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বারবার স্থানীয়দের সঙ্গে নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্যাকেজ ঘোষণায় জমি দাতাদের আকৃষ্ট করে তোলা। দফায় দফায় জমিদাতাদের চাকরিতে নিয়োগ পত্র প্রদান। সেরূপ বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ফের ৩৫ জন জমিদাতার হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন জেলা শাসক বিধান রায়। তিনি এক সাক্ষাৎকারে বলেন ডেউচা পাচামি এলাকায় কয়লাখনি খননের জন্য জমি দাতাদের মধ্যে এ পর্যন্ত ১৬০০ জনকে চাকরিতে নিয়োগ করা হয়েছে। কিছু কিছু জমি দাতাদের মধ্যে কম বয়স জনিত কারণে চাকরিতে যোগদান করানো যাচ্ছে না। বিশেষ করে যাদের বয়স ১৭ বছরের উর্ধ্বে তাদের কে ১৮ বছর বয়স তথা চাকরিতে যোগদান না হওয়া পর্যন্ত মাসিক দশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়াও বেশ কিছু জনের নাম অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সেটাও খুব শীঘ্রই চাকরিতে নিয়োগ করা হবে।