প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক-২০২৫ এর ফল, রাজ্যের মেধা তালিকায় বীরভূমের কৃতি ৫ ছাত্র

শম্ভুনাথ সেনঃ

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ এর​ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার মাত্র ৫০ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে বলে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। সংসদ সভাপতি সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, ‘‘বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভাল হয়েছে।’’ উল্লেখ্য, ‘রেগুলার ভিত্তিতে’ এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪,৭৩,৯১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪,৩০,২৮৬ জন। প্রসঙ্গত ২০২৪ শিক্ষাবর্ষে পাশের হার ছিল ৯০ শতাংশ, এবার তা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। উল্লেখ্য, রাজ্যের মেধা তালিকায় সেরা দশে মোট ৭২ জন কৃতী ছাত্র-ছাত্রী ঠাঁই পেয়েছে। সেই মেধা তালিকায় আমাদের বীরভূমে রয়েছে ৫ জন ছাত্র।

৪৯২ নাম্বার পেয়ে ষষ্ঠ তালিকায় রয়েছে বোলপুর নবনালন্দা হাইস্কুলের ছাত্র পরন্তপ মুখোপাধ্যায়। কলা বিভাগের ছাত্র পরন্তপ সে আগামী দিনে বাবার মতোই অধ্যাপক হতে চাই বলে জানিয়েছেন। অন্যদিকে সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র চয়ন দাস কবিরাজ। বিজ্ঞান বিভাগের চরণ দাস কবিরাজ সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

অষ্টম স্থান পেয়েছে নবনালন্দা হাইস্কুলেরই ছাত্র বিজ্ঞান বিভাগের অনুভব মণ্ডল। তার প্রাপ্ত নাম্বার ৪৯০। সে বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষিত হতে চায়।

বীরভূম থেকে মেধাতালিকায় নবম স্থান পেয়েছে নাজফার রহমান। সে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার প্রাপ্ত নাম্বার ৪৮৯। সে আগামী দিনে আইআইটি তে পড়াশুনা করে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে।

মেধাতালিকায় দশম স্থানে রয়েছে বোলপুর নিচুপটী নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র দীপ অধিকারী। তার প্রাপ্ত নাম্বার ৪৮৮। দেব ভালো পড়াশোনা করে আগামী দিনে আইএএস হওয়ার স্বপ্ন দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *