
শম্ভুনাথ সেনঃ
পহেলগাঁওয়ে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি হামলার বদলা নিচ্ছে আমাদের দেশ ভারত। শুরু হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাদের এই অপারেশনের সাফল্য কামনায় বিজেপি কর্মীরা রাজ্য জুড়ে আজ ৮ মে বাজনা বাজিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। এই মিছিলে সামিল হয়েছে বীরভূমের বিজেপি নেতৃত্ব। হিন্দু মা বোনেদের সিঁথির সিঁদুর এর বদলা অপারেশন সিঁদুরের সাফল্য উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীদের দীর্ঘায়ু কামনার জন্য বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের উদ্যোগে খয়রাশোলে জাতীয় পতাকা হাতে মা বোনেরা পদযাত্রায় সামিল হয়। পথ চলতি মানুষ দের মিষ্টিমুখ করিয়ে সিঁদুর খেলা করে দলীয় কর্মী সমর্থকরা। দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেন সাধারণ মানুষজন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার সেবক তথা স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, অনুপম বাগ, রীতা পাল সহ মহিলা মোর্চার নেত্রীবৃন্দ।