
সেখ রিয়াজুদ্দিনঃ
গত শনিবারের ন্যায় ফের রবিবার অবৈধ বালি ভর্তি একটি লরি আটক করে খয়রাসোল থানার পুলিশ। সেই সাথে গাড়ির চালক ও খালাসিকেও আটক করা হয়েছে বলে জানা যায়। জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলেও পাচারকারীদের ব্যবসা যে বন্ধ হয়নি তাহা জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রতিনিয়ত পুলিশের হাতে ধরপাকড় চলছে। সেরূপ রবিবার খয়রাসোল থানার ওসি সেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর দিক থেকে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমে প্রবেশ করছে বালি ভর্তি একটি লরি। কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই। সেই প্রেক্ষিতে খয়রাসোল থানার ভীমগড় এলাকায় মোবাইল ভ্যানে টহলরত পুলিশ লরিটি আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারায় লরি সহ গাড়িটির চালক ও খালাসি কে আটক করে খয়রাসোল থানায় নিয়ে আসেন। আগামী কাল সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।