
সেখ রিয়াজুদ্দিনঃ
সমগ্র দেশের পাশাপাশি বীরভূমেও শনিবার অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। জেলায় তিন মহকুমায় তিনটি তথা জেলা সদর সিউড়ী, বোলপুর ও রামপুরহাট মহকুমা আদালত মিলিয়ে মোট ১৫ টি বেঞ্চ বসে। এদিন ইলোকট্রিসিটি, টেলিফোন বিল, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, মোটর দূর্ঘটনা সহ একাধিক মামলার শুনানি হয়। জেলার তিনটি আদালতেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন তাদের মামলার নিষ্পত্তি উদ্দেশ্যে। শৃঙ্খলা বজায় রাখতে তথা ভীড় সামাল দেওয়ার লক্ষ্যে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়। আদালত সূত্রে জানা যায় এদিন সাত হাজার মামলার নিষ্পত্তির জন্য শুনানী হয়। তার মধ্যে আড়াই হাজার মামলার নিষ্পত্তি হয়েছে । বিভিন্ন মামলার প্রেক্ষিতে এদিন প্রায় সাড়ে চার কোটি টাকা আদায় হয়েছে বলে জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক।