
শম্ভুনাথ সেনঃ
‘এক দেশ, এক নির্বাচন’ (ওয়ান নেশন, ওয়ান ইলেকশন) হল লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচনের সমন্বয়ের জন্য ভারত সরকারের বিবেচনাধীন একটি প্রস্তাব। এটি একযোগে এক দিনে বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নির্বাচনগুলি করতে চাওয়ার দাবি। বীরভূমের দুবরাজপুর ধর্মশালায় “বৈদিক চেতনা ফাউন্ডেশনে’র” উদ্যোগে “এক দেশ, এক ভোট” বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। ১২ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড. বিশ্বজিৎ রুজ, পদার্থবিদ্যার প্রাক্তন শিক্ষক তমাল ব্যানার্জী, বিশিষ্ট আইনজীবী সোমশুভ্র মণ্ডল, ডা: অভিজিৎ সেন, শিক্ষক বিভাস দত্ত সহ ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিত্বরা। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদিক চেতনা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক দেবজ্যোতি সিংহ। এদিনের এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ চট্ট্যোপাধ্যায়, ধ্রুব সাহা ও স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা প্রমুখ। একইভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে। রামপুরহাট, সদর সিউড়ি অরবিন্দ গ্রামোন্নয়ন সমিতির ব্যানারে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
